দ্বিতীয় মেয়াদে সিলেট সিটির দায়িত্ব নিচ্ছেন আরিফ

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৯ এএম, ০৮ অক্টোবর ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন আরিফুল হক চৌধুরী। আজ সোমবার (৮ অক্টোবর) বিকালে নগর ভবনে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিল শেষে সিটি করপোরেশনের সচিব বদরুল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

মেয়র আরিফ বলেন, ‘সিলেট নগরের মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে সংকটকালে আমাকে মেয়র নির্বাচিত করেছেন। তাদের দেওয়া আমানত রক্ষা করার জন্য আবারও আমাকে মাঠ পর্যায়ে কাজ শুরু করতে হবে। প্রথম দফায় মেয়র নির্বাচিত হয়ে যেসব করতে পারিনি সেসব কাজ সমাপ্ত করে সিলেটকে আধুনিক নগর গড়ার জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে।’

মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সিসিক কর্মকর্তাদের জন্য নিটল-নিলয় গ্রুপের উপহার দেওয়া বাস সার্ভিসের উদ্বোধন করবেন। এর আগে সিসিক মেয়র হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন।

আপনার মতামত লিখুন :