মদিনায় মহানবী হযরত মোহাম্মদের (স.) রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৯ এএম, ১৮ অক্টোবর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>>>>>

মদিনায় মহানবী হযরত মোহাম্মদের (স.) রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রিয়াদে কর্মব্যস্ত দিন শেষে রাতে মদিনায় পৌঁছে তিনি মসজিদে নববীতে এশার নামাজ পড়েন এবং মহানবীর রওজা জিয়ারত করেন। জিয়ারত শেষে তিনি মোনাজাত করেন। এ সময় তার সফরসঙ্গীরাও মোনাজাতে অংশ নেন। তিনি বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।

সৌদি বাদশাহর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী বর্তমানে সৌদি আরবের রয়েছেন।

মঙ্গলবার  সন্ধ্যায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে পৌঁছানোর পর বুধবার সকালে সৌদি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। দুপুরে তিনি রিয়াদের রাজপ্রাসাদে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেন এবং মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

বৃহস্পতিবার মক্কায় ওমরাহ পালন শেষে শুক্রবার প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :