প্রশ্ন ফাঁস রোধে সর্বোচ্চ নিরাপত্তা : শিক্ষামন্ত্রী

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৩৩ পিএম, ০১ নভেম্বর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>>>>

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এবার প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই কারণ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রশ্নফাঁসের অপকর্ম ঠেকাতে আমাদের যা যা করণীয় আমরা তাই করেছি। ফলে এই পরীক্ষায় প্রশ্নফাঁস হওয়া সম্ভব নয়।

বৃহস্পতিবার সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্ন ছড়িয়ে যারা গুজব ছড়াচ্ছে, তাদের নজরদারিতে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যে কোনও সময় তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনবে।

নির্বাচন কমিশন সব বার্ষিক পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার প্রস্তাব করেছে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, নির্বাচন কমিশনার আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব পরীক্ষা শেষ করার জন্য আহ্বান করেছেন। সিলেবাস অনুযায়ী, সব পর্যায়ের বার্ষিক পরীক্ষা ১০ তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে।

পরীক্ষার পরিবেশ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবারের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে হচ্ছে। ঠিক আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবেই অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, আজ থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এ পরীক্ষায় বসেছে ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়।

আপনার মতামত লিখুন :