নির্বাচন-সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না: মাহবুব তালুকদার

স্টাফ রিপোর্টার:>>>
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘নির্বাচন হতে হবে সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ। নির্বাচন ও সন্ত্রাস একই সঙ্গে চলতে পারে না। আমরা চাই সিলেট বিভাগে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক।’
রবিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় সদরে মাঠপর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সভায় মাহবুব তালুকদার বলেন, ‘যেকোনও মূল্যে নির্বাচনে ভীতিমুক্ত পরিবেশ ধরে রাখতে হবে। একজন ভোটার যেন বাড়ি থেকে বেরিয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী ভোট দিয়ে আবার বাড়ি ফিরতে পারেন, এর বেশি আমাদের আর কিছু চাওয়ার নেই।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল সোমবার (২৪ ডিসেম্বর) দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন জনগণের প্রত্যাশার প্রতিফলন। সেনাবাহিনী আমাদের আস্থা ও বিশ্বাসের পরম শক্তি। এবারের সংসদ নির্বাচনে সেনাবাহিনীর অংশগ্রহণ সমস্ত জাতির আস্থার সংকট মোচন করেছে। নির্বাচনের দায়িত্ব যারা পালন করবেন তাদের কাছে পক্ষপাত কোনও আচরণ আশা করি না। আমরা কোনও দল কিংবা কোনও গোষ্ঠীর প্রতি অনুরাগ কিংবা বিরাগ হয়ে দায়িত্ব পালন করতে আসিনি। সব প্রার্থী আমাদের কাছে সমান। দায়িত্ব পালনকালে আপনাদের আচরণ হতে হবে বিচারকের মতো। ’
নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য গণতন্ত্র আর গণতন্ত্রের লক্ষ্যই হচ্ছে নির্বাচন। এটা বিজয়ের মাস। ১৯৭১ সালে এ দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে।