যে কারনে ড. কামাল হোসেনের সাথে সাক্ষাৎ করলেন পুলিশ কর্মকর্তারা

স্টাফ রির্পোটারঃ>>>
আজ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নিরাপত্তায় পুলিশ ফোর্স দেয়ার প্রস্তাব করেছেন মতিঝিলের ডিসি আনোয়ার হোসেন।
আজ বুধবার দুপুরে ড. কামাল হোসেনের মতিঝিলের ব্যক্তিগত চেম্বারে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ প্রস্তাব দেন তিনি।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন।
তিনি বলেন, ‘নরমাল ডিউটির অংশ হিসেবে আমরা এখানে সৌজন্য সাক্ষাতের জন্য এসেছি। তার (ড. কামাল) নিরাপত্তা সংক্রান্ত কোনো অবজারভেশন আছে কি না- তা জানার জন্য। এটা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।’
কী বিষয়ে কথা হলো? ডিএমপি কমিশনার আসার কথা ছিল -এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা নিয়ে তার সঙ্গে আপনারা (সাংবাদিকরা) কথা বলতে পারেন। কী আলোচনা হয়েছে সে ব্যাপারে ডিটেইলস কিছু বলতে পারব না। আমি নরমাল ডিউটির অংশ হিসেবে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছি, দ্যাটস অল।’
কমিশনার মহোদয়ের সঙ্গে কী কথা হয়েছে, আর ড. কামাল কী বলেছেন – জানতে চাইলে ডিসি আনোয়ার বলেন, ‘তার সিকিউরিটি পারপাসে কথা হয়েছে’। ওনার (ড. কামাল) সিকিউরিটি কনসার্ন আছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘উনি কনসার্ন হলে টেলিফোনে জানাবেন।’
ড. কামাল কি নিরাপত্তাহীনতায় ভুগছেন -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিসি আনোয়ার বলেন, ‘না উনি নিরাপত্তাহীনতা ভুগছেন এ জাতীয় তিনি কিছু বলেননি।’
নিরাপত্তার ব্যাপারে তাহলে স্বপ্রণোদিত হয়ে এসেছেন কি না -জানতে চাইলে তিনি বলেন, ‘নিরাপত্তার জন্য স্বাভাবিক ডিউটির অংশ হিসেবেই আমরা এসেছি।’
সৌজন্য সাক্ষাতে আনোয়ার হোসেন ছাড়াও ডিসি কামরুজ্জামান, এডিসি শিবলি নোমানসহ পুলিশের ১৫ জন শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।