ভোটারদের নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহব্বান সেনাপ্রধানের

ঢাকাঃ>>>
দেশের র্ব্তমান পরিস্থিতি অত্যন্ত শান্তিপূর্ণ জানিয়ে ভোটের দিন সব ভোটারকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
তিনি বলেন, সেনাপ্রধান হিসেবে বলব, আমিও এই দেশের নাগরিক। তারপরও আমি গত ৫/৭ দিন ধরে সারাদেশ ঘুরেছি। নির্বাচনের আর মাত্র একদিন বাকি। এমন সময়ে এর আগের বছরগুলোতে কিছু না কিছু সহিংসতা ঘটেছে। এবারও যে একদম হয়নি, তা নয়।
শনিবার (২৯) দুপুর আড়াইটার দিকে রাজধানীর আজিমপুর কমিউনিটি সেন্টারে ক্যাম্প পরিদর্শন শেষে সেনাপ্রধান এ আহ্বান জানান।
এসময় তিনি বলেন, জাতীয় নির্বাচন উপলক্ষে এরই মধ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমি বিভিন্ন বিভাগ ও জেলা পরিদর্শন করেছি। যেসব জায়গায় গিয়েছি, প্রতিটি জায়গায় বিভাগীয় কমিশনার, ডিআইজি, এসপি, ডিসি, কোথাও কোথাও রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবি-র্যাব কর্মকর্তারাও ছিলেন। সবার সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিয়ে তাদের সঙ্গে কথা বলেছি।
জেনারেল আজিজ বলেন, আমি সেনাপ্রধান হিসেবে বলব, চমৎকার পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে ঢাকার বাইরে যে পরিবেশ দেখে এসেছি, তা অত্যন্ত চমৎকার। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিদর্শন করেছি। সবাই আশ্বস্ত করেছেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবার নির্বাচন হবে ইনশাল্লাহ।
সেনাপ্রধান আরও বলেন, কোনো থ্রেট আছে কি না, তা সবার কাছ থেকে জানার চেষ্টা করেছি, যেন সেনাবাহিনী দিয়ে সেখানে যে ঝুঁকি বা বিপদ বা ভয়ের আশঙ্কা আছে, তা কমিয়ে নিয়ে আসতে পারি। সবাই আশ্বস্ত করেছেন।