বরিশালে বিএনপির এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগ

স্টাফ রির্পোটারঃ>>>>
বরিশাল-৫ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র থেকে বিএনপি এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এর পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি এজেন্টদেরকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা নেতাকর্মীরা।
বরিশাল-৫ আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার অভিযোগ করে বলেন, বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রশাসনের সহযোগিতায় তাদের মারধর করা হচ্ছে।
এদিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, বরিশালে সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে। এখানে যে অভিযোগগুলো করা হয়েছে তা পুরাপুরি মিথ্যা।