ফেনীতে কেন্দ্র দখল, জালভোট ও বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৫ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ>>>

কেন্দ্র দখল, জাল ভোট ও এজেন্টরে বের করে দেয়ার অভিযোগ করেছেন ফেনী-১ আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু। আজ রবিবার সকাল দশটায় ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সাংবাকিদের কাছে এ অভিযোগ করেন।

মজনু বলেন, এ কেন্দ্রটি মহাজোট প্রার্থী ও জাসদ নেত্রী শিরীন আখতারের কেন্দ্র। এ কেন্দ্রে সকাল সাড়ে ৯টার মধ্যে প্রতি বুথে ২৯৫টি ভোট কাষ্ট হয়েছে। কেন্দ্রে কেনো নারী ভোটারের উপস্থিতি না থাকলেও সেখানেও ২৫০টির’ মত ভোট কাষ্ট হয়েছে যেটা কোন মানুষের পক্ষে দেয়া সম্ভবই না একমাত্র ভুত বা ফেরেশতা এসে দিতে পারে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, আমি নির্বাচনী এলাকার অনেক কেন্দ্র পরিদর্শন করেছি কোন কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্ট নাই। সকালে কেন্দ্রে গেলে তাদের জোর করে বের করে দেয়া হয়েছে। রাতেই ভোটবাক্স পূর্ণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, প্রিজাইডিং অফিসার দেলওয়ার হোসেনকে প্রশ্ন করলে তিনি বক্তব্য দিতে নারাজ। তিনি বলেন, আমি এ বিষয়ে কথা বলতে পারবো না। কেন্দ্রে কত ভোট কাষ্ট হয়েছে সেটাও জানেন না বলেন তিনি জানান।

এদিকে ও আসনের পরশুরাম উপজেলা থেকে শনিবার রাতে চার বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে জেলা বিএনপির সদস্য ওয়াহিদ উল্লাহ মানিক, বিএনপিকর্মী হৃদয় মজুমদার বাবু, আশিক ও সুজন।

প্রসঙ্গত, ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৭শ’ ৩৫ জন। এদের মধ্যে ১ লাখ ৫৪ হাজার ৮শ’ ৬৬ পুরুষ ও ১ লাখ ৪৬ হাজার ৮শ’ ৬৯ জন মহিলা ভোটার। এ আসনে ১শ’ ৬টি ভোট কেন্দ্র ও ৫শ’ ৬৬টি ভোটকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আপনার মতামত লিখুন :