আজ সারা দেশে পাঠ্যবই উৎসব

স্টাফ রির্পোটারঃ>>>>
সারা দেশে আজ পালন করা হচ্ছে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’। এর মধ্য দিয়ে আজ প্রথম থেকে নবম শ্রেণীর সব শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হচ্ছে নতুন বছরের নতুন বই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, চলতি বছর প্রাক-প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর মধ্যে মোট ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই বিতরণ করা হবে। এজন্য ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ৮২ কোটি টাকা।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বছর আলাদাভাবে উৎসবটি পালন করছে। এর মধ্যে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে সকাল সাড়ে ৯টায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বই বিতরণ উৎসব শুরু হচ্ছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা এবং শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
ঢাকার ৩১টি স্কুলের পাঁচ হাজারের বেশিসংখ্যক শিক্ষার্থী এ অনুষ্ঠানে উপস্থিত থাকবে বলে জানা গেছে। এছাড়া দেশের মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই এ উৎসব পালন করা হচ্ছে। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানগুলোয় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘বই উৎসব দিবস’ পালন করছে আলাদাভাবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। অনুষ্ঠানটি শুরু হচ্ছে সকাল ৯টায়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল হোসেন।
জানা গেছে, নতুন শিক্ষাবর্ষের মোট পাঠ্যপুস্তকের মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বই রয়েছে ৬৮ লাখ ৫৬ হাজার ২০ কপি। প্রাথমিক স্তরের রয়েছে ৯ কোটি ৮৮ লাখ ৮২ হাজার ৮৯৯ কপি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় প্রণীত বইয়ের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৭৮৪ কপি। এছাড়া ইবতেদায়ি পর্যায়ে ২ কোটি ২৫ লাখ ৩১ হাজার ২৮৩ কপি ও দাখিল পর্যায়ে ৩ কোটি ৭৯ লাখ ৫৮ হাজার ৫৩৪ কপি বই বিতরণ করা হবে।
মাধ্যমিক স্তরে বাংলা ভার্সনের শিক্ষার্থীদের বিতরণের জন্য বই ছাপা হয়েছে ১৮ কোটি ৫৩ হাজার ১২২ কপি। অন্যদিকে ইংরেজি ভার্সনের জন্য ছাপা হয়েছে ১২ লাখ ৪৭ হাজার ৮২৬ কপি।
কারিগরি শিক্ষা স্তরের জন্য ১২ লাখ ৩৫ হাজার ৯৪৮ কপি, এসএসসি ভোকেশনালের জন্য ১ লাখ ৪৩ হাজার ৮৭৫ কপি ও সম্পূরক কৃষি (ষষ্ঠ-নবম) স্তরের জন্য ১ লাখ ২৪ হাজার ২৬১ কপি বই ছাপা হয়েছে।
এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের বিতরণের জন্য ব্রেইল পাঠ্যপুস্তক ছাপা হয়েছে ৫ হাজার ৮৫৭ কপি।
এর আগে গত ২৪ ডিসেম্বর গণভবনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে ২০১৯ সালের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।