বকেয়া বেতনের দাবিতে আজমপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার:>>>
রাজধানীর আজমপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছে গার্মেন্টস শ্রমিকরা। রবিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে উত্তরার ৫-৬ টি গার্মেন্টসের শ্রমিকরা অবরোধ শুরু করে।
এদিকে সড়ক অবরোধের কারণে টঙ্গী-গাজীপুর এবং উত্তরা ও বনানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধউত্তরা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পোশাক শ্রমিকরা সড়কে এসে গাড়ি বন্ধ করে দিয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি। পাশাপাশি মালিকদের সঙ্গেও কথা চলছে। পোশাক কারখানার মালিকদের ও সংগঠনগুলোর নেতাদের বিষয়টি জানানো হয়েছে।’