শ্রমিক অসন্তোষে রাজনৈতিক উস্কানি রয়েছে

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৪ এএম, ১২ জানুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ>>>>

সদ্য শপথ নেওয়া নতুন সরকারের দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ দেখা দিয়েছে।

একাধিক গোয়েন্দা সংস্থা বলছে যে,এই অসন্তোষের পিছনে রাজনৈতিক শক্তির ইন্ধন রয়েছে।

বিশেষ করে একটি উগ্র মৌলবাদী সংগঠন এবং কয়েকটি বাম সংগঠন গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষে উস্কানি দিচ্ছে বলে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য এসেছে।

তারা বলছেন যে, নতুন সরকারকে একটি অস্বস্তিকর অবস্থায় ফেলার জন্য গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে। শুধু গার্মেন্টস শ্রমিকই নয়, আরও বিভিন্ন শ্রমিক ও পেশাজীবি সংগঠনের মধ্যে এই গ্রুপ কাজ করছে বলে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে।

যেখান থেকে সরকারবিরোধী আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করা যায়। সে লক্ষ্যেই গার্মেন্টস শ্রমিক, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক ও পেশাজীবি সংগঠনকে উস্কানি দেয়া হচ্ছে বলে গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :