বক্তব্য প্রত্যাহার করে আহমদ শফীকে ক্ষমা চাওয়ার আহ্বান

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০০ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯

স্টাফ রিপোর্টার:>>>

যে সময়ে নারী-পুরুষের সবক্ষেত্রে সমান অধিকার ও সমমর্যাদা সময়ের দাবি, সে সময়ে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী মেয়েদের চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণির বেশি না পড়ানোর কথা বলেছেন। এ ধরনের বক্তব্য ইসলামের নারী সমাজ এবং সচেতন মানুষের জন্য অসম্মানজনক। অবিলম্বে আহমদ শফীকে এ বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে।

গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্তের সঞ্চালনায় বিভিন্ন সংগঠনের নারী নেত্রীরা এতে বক্তব্য দেন।

বক্তারা বলেন, শিক্ষার উদ্দেশ্য যেখানে প্রকৃত মানুষ গড়ে তোলা, সেখানে আহমদ শফীর এমন বক্তব্য নারীর জন্য অপমানজনক। ইসলামে কোথায়ও নারী শিক্ষার বিরুদ্ধে কোনো কথা নেই। তার বক্তব্য সংবিধানবিরোধী, মৌলিক অধিকারবিরোধী, মানবাধিকারবিরোধী, নারী অধিকারবিরোধী, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এমনকি ইসলামবিরোধী। তার এ ধরনের বক্তব্য বাস্তববিবর্জিতও। বক্তারা অবিলম্বে আহমদ শফীকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান।

আপনার মতামত লিখুন :