সংসদে প্রধিনিধিত্ব করতে চান তৃতীয় লিঙ্গের মানুষরা

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০২:০৭ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯

জিএসনিউজ ডেক্সঃ>>>>

প্রথমবারের মতো জাতীয় সংসদের সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব করতে কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষ মনোনয়ন ফরম কিনেছেন। এই জনগোষ্ঠিকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে সংসদে প্রতিনিধিত্ব করতে চান তারা। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন মানবাধিকার কর্মীরাও।

অনেকেরই অবজ্ঞা বা অবহেলা উপেক্ষা করে জীবন যুদ্ধে তারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাদের অনেকেই আবার রাজনীতির সাথে সম্পৃক্ত।  ফরম কিনতে আসারা জানান, তৃতীয় লিঙ্গের অধিকাংশই বঞ্চনার শিকার। তারা জানান, এই মানুষদের একটু এগিয়ে  দিতেই জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে চান তারা।

মানবাধিকার নিয়ে যারা কাজ করেন বিষয়টিকে তারা স্বাগত জানিয়েছেন। তবে রাষ্ট্র যেহেতু তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিয়েছে, সে কারণে তাদের জন্য জাতীয় সংসদে আলাদা কোটা রাখার ব্যবস্থা থাকলে সেটি বেশি কার্যকরী হতো বলে মনে করেন রোকেয়া কবীর।

তিনি বলেন, ‘থার্ড জেন্ডার হিসেবে তারা স্বীকৃতি পেয়েছে, আমার মনে হয় তাদের জন্য আলাদা সিট রিজার্ভ রাখা ভালো। তারা যেহেতু বিভিন্ন ভাবে বৈসম্যের শিকার এবং নির্যাতিত হন, তাই আমার মনে হয়, পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব থাকা উচিৎ।’

সমাজে আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে সবার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় তৃতীয় লিঙ্গের এই মানুষদের।

আপনার মতামত লিখুন :