প্রাণবন্তের চেষ্টা ইনুর, বিব্রত মেনন

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৩৭ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯

জাতীয় সংসদে নিজেদের অবস্থান নিয়ে বিব্রত আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি।

তবে চলমান সংসদকে প্রাণবন্ত করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

বুধবার সংসদের বৈঠকে নবনির্বাচিত স্পিকারকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দিতে গিয়ে এই মন্তব্য করেন দলটির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তার দলের বৈঠকের মধ্যে একটি মন্তব্য করেছেন। আমি মনে করি, প্রধানমন্ত্রীর বক্তব্যটি অত্যন্ত যৌক্তিক। তিনি বলেছেন- এই সংসদে সরকারি দল যেমনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের হবে, তেমনি বিরোধী দলও মুক্তিযুদ্ধের স্বপক্ষের হবে। কিন্তু বিষয়টিকে কেন্দ্র করে শেষ পর্যন্ত যেটা দাঁড়িয়ে গেছে…। আমাদের বলা হচ্ছে, আপনারা কেন বিরোধী দলে গিয়ে বসছেন না? বিষয়টি নিয়ে তো আমাদের কেউ জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে বা আলোচনা করবে- কিন্তু তা হয়নি। মনে হয়, এই সিদ্ধান্ত যেন আমাদের ওপর…। মনে হচ্ছে, সিদ্ধান্ত মেনে চলতে হবে।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদের নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিক হিসেবে মেননের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি ও হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদের প্রার্থীরা এমপি হয়ে সংসদে আসেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদের আগে গঠিত নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় তারা যোগদান করেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, সরকারের সব উন্নয়ন কাজের প্রশংসা করব। সঙ্গে সঙ্গে ত্রুটি বিচ্যুতি যা থাকবে- সেটার যদি বিরোধিতার প্রয়োজন হয় তা অবশ্যই করব। আমরা পঞ্চদশ সংশোধনীর দুটি বিষয়ে বিরোধিতা করে নোট অব ডিসেন্টও দিয়েছিলাম- এটা নিশ্চয়ই মনে আছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, একাদশ সংসদ নির্বাচনে পরাজিতরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নতুন করে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের বীজবপনের অপচেষ্টা করছে। এই অবস্থায় একাদশ সংসদের যাত্রা শুরু হলো।

স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, বিগত সময়ের সফলতার ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ পাঁচ বছর আপনি নেতৃত্ব দেবেন। দক্ষতা, নিরপেক্ষ ও বুদ্ধিমত্তার সঙ্গে বিগত দিনে সংসদ পরিচালনা করেছেন। আগামী দিনে বাংলাদেশকে অসাম্প্র্রদায়িক, নিরাপদ ও মুক্তিযোদ্ধার পথে নিয়ে যেতে এই সংসদের নেতৃত্ব আপনাকে দিতে হবে। সংসদকে আমরা প্রাণবন্ত, জীবন্ত ও সক্রিয় করতে চেষ্টা করব।

আপনার মতামত লিখুন :