দুদকের নতুন সচিব দিলোওয়ার বখ্ত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে পরিকল্পনা কমিশনের সদস্য মুহাম্মদ দিলোওয়ার বখ্তকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি শিগগির দুদকে যোগ দেবেন।
দিলোয়ার বখ্ত দুদকের বিদায়ী সচিব ড. মো. শামসুল আরেফিনের স্থলাভিষিক্ত হলেন। শামসুল আরেফিনকে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব হিসেবে নিয়োগ দিয়ে মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।



