উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল বিকেলে
স্টাফ রির্পোটারঃ>>>>
জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতেই শুরু হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল। নির্বাচন আয়োজনের সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন (ইসি) দেশে মোট ৪৯২টি উপজেলার মধ্যে প্রথম ধাপে ১০১ উপজেলা পরিষদের ভোটগ্রহণ ১০ মার্চ করার পরিকল্পনা গ্রহন করেছে।
আজ রবিবার নির্বাচন কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে ইসি সূত্রে জানানো হয়েছে। সে লক্ষ্যে আজ প্রথম ধাপে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১০১ উপজেলার তালিকা কমিশন সভায় উপস্থাপনের জন্য তুলছে ইসি সচিবালয়।
ইসির কর্মকর্তারা জানান, উপজেলা পরিষদ ভোটের তফসিলের জন্য ইসির সব প্রস্তুতি শেষ করা হয়েছে। উপজেলাগুলোর নামসহ চূড়ান্ত তালিকা অনুমোদন করা হবে কমিশনসভায়। এ ছাড়া দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ও চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে ইসির।



