আদালতের রায় হলেই নিষিদ্ধ হবে জামায়াতঃ প্রধানমন্ত্রী

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯

যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করতে আদালতে চলমান মামলার রায় শিগগিরই নিস্পত্তি হবে বলে আশা প্রকাশ করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে জামায়াতকে নিষিদ্ধ করা এবং তারেক রহমানকে ফিরিয়ে আনা হবে কি না জানতে চান নজিবুল বশর। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘শর্ত পূরণ করতে পারেনি বলে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করেছে। এখন তাদের রাজনীতি নিষিদ্ধ করার একটা মামলা কোর্টে রয়ে গেছে। এই মামলার রায় যতক্ষণ না হবে সেখানে বোধ হয় আমরা কোনো কিছু করতে পারি না। আমি আশা করি, কোর্টের রায় খুব শিগগির যদি হয়ে যায় তাহলে জামায়াত দল হিসেবে নিষিদ্ধ হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জামায়াত যুদ্ধাপরাধী দল। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতার নির্মমভাবে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতা দখল করে বিচারকার্য বন্ধ করে দেয় এবং তাদের (জামায়াতের) রাজনীতি করার সুযোগ করে দেয়। ভোটের অধিকার দেয়।’

তিনি আরও বলেন, ‘যেটি আমাদের সংবিধানে ছিল না। সেই সংবিধানের ১২ অনুচ্ছেদ বিলুপ্ত করে দেওয়া হয় এবং ৩৮ অনুচ্ছেদের আংশিক সংশোধনের মাধ্যমে তাদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল জিয়াউর রহমান। তবে এখন তাদের বিরুদ্ধে এমনভাবে জনমত সৃষ্টি হয়েছে, এ দেশের মানুষ জামায়াতকে প্রত্যাখ্যান করেছে।’

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অন্যান্য সাজাপ্রাপ্ত নেতাদের প্রসঙ্গে সংসদ নেতা বলেন, ‘যারা অপরাধী, মানুষ খুন করা থেকে শুরু করে মানি লন্ডারিং এবং ১০ ট্রাক অস্ত্র মামলা ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বিভিন্ন মামলায় যারা সাজাপ্রাপ্ত। যারা গ্রেফতারকৃত তারা তো গ্রেফতার আছেই। কিন্তু যারা বিদেশে পালিয়ে আছে বা পলাতক তাদের ফেরত আনার ব্যাপারে ইতোমধ্যে আমাদের আলোচনা আছে। আামি বিশ্বাস করি আমরা তাদের ফিরিয়ে এনে শাস্তি বাস্তবায়ন করতে পারব।’

আপনার মতামত লিখুন :