‘জাতীয় হজ ও ওমরাহ নীতি’র খসড়া অনুমোদন
‘জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৯’ এবং ‘হজ প্যাকেজ-২০১৯’ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
অনুমোদন পাওয়া ‘হজ প্যাকেজ-২০১৯’ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বছর সরকারিভাবে ৭ হাজার ১৯৮ জন ও বেসরকারিভাবে ১ লাখ ২০ হাজার জন হজ করতে পারবেন।
সরকারিভাবে দু’টি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, প্যাকেজ-১ এ খরচ ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা ও প্যাকেজ-২ খরচ হবে ৩ লাখ ৪৪ হাজার টাকা। বেসরকারিভাবে সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৪৪ হাজার টাকা ।
গত বছর প্যাকেজ-১ এ ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা ও প্যাকেজ-২ এ ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা নেওয়া হয়েছিল। সেই হিসেবে সরকারি ব্যবস্থাপনায় এবার প্যাকেজ-১ এ ২০ হাজার ৫৭১ টাকা ও প্যাকেজ-২ এ ২৪ হাজার ৬৪৫ টাকা বেশি খরচ পড়ছে।
বিমান ভাড়া প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৮ হাজার টাকা। গত বছর বিমান ভাড়া ছিল ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা ।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছরের ১০ আগস্ট হজ হবে । যারা ২০১৯ সালে হজ করবেন তাদের মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) মেয়াদ থাকতে হবে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।



