বিটিভি ভবনে আগুন !! নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স- এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ রবিবার দুপুর ১টা ২০ মিনিটে বিটিভি কম্পাউন্ডের ভেতরে একটি ভবনের তৃতীয় তলায় বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



