ছিনতাইকারী যুবক বিমানে গুলি নয় ‘পটকা ফাটিয়েছিলেন !!

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৫২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

বিমান ছিনতাইচেষ্টার ঝড় তোলা এই ঘটনায় সোমবার রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার বাদী হয়ে চট্টগ্রামের পতেঙ্গা থানায় যে মামলাটি করেন, তাতে একথাই উল্লেখ করা হয়েছে।

মামলার  এজাহারে বলা হয়েছে, বিজি-১৪৭ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়নের ১৫ মিনিট পরই পলাশ বোমা সদৃশ বস্তু ও অস্ত্র দেখিয়ে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করে।

“কেবিন ক্রু সাগর ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, একজন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী (পলাশ) বিমানের মাঝখান দিয়ে দৌড় দিয়ে সামনের ককপিটে ঢোকার চেষ্টা করে। তার হাতে বোমা ও অস্ত্র সদৃশ বস্ত দেখা যায়।

উক্ত দুষ্কৃতকারী তার কিছু দাবি-দাওয়া প্রধানমন্ত্রীকে শুনতে হবে বলে চিৎকার করে। অন্যথায় সে বিমানটি তার কাছে থাকা বিস্ফোরক দিয়ে ধ্বংস করে দেবে মর্মে হুমকি দেয়।

“উক্ত দুষ্কৃতকারী ওই সময় ২টি ফটকা (পটকা) জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটায়।”

রোববার বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকা থেকে ১৪৮ জন যাত্রী নিয়ে উড্ডয়নের কিছুক্ষণ পরই পলাশ আহমেদ নামে ওই যুবক আগ্নেয়াস্ত্র ধরে পাইলট ও ক্রুদের জিম্মি করেন বলে তখন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অনেকেই বলেছিলেন।

ওই বিমানের দুই যাত্রী শাহ আমানতে নামার পর বলেছিলেন, ছিনতাইকারী গুলি ছুড়েছিল।

সাদমান সাকিব নামে ওই ফ্লাইটের আরেক যাত্রী বলেন, “আমি প্লেনের পেছন দিকে ছিলাম। ছিনতাইকারীও পেছনে ছিল। হঠাৎ সে সামনে চলে যায়। এরপর দুটো গুলির শব্দ শুনি।”

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজটি নামার পর কমান্ডো অভিযানে নিহত হন পলাশ; তখন তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধারের কথা জানিয়েছিলেন সেনা কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন :