ভোট কেন্দ্রেই ঘুমিয়ে পড়লেন নৌকার এজেন্ট !!

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৪৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ>>>

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদে উপ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও দুপুর পর্যন্ত অধিকাংশ বুথে একটি ভোটও পড়েনি। আর তাই অলস সময় পার করছেন নির্বাচন পরিচালিত নিয়জিত কর্মকর্তা কর্মচারীরা।

বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে মনিপুর স্কুল এবং কলেজের দ্বিতীয় তলার ভোটকক্ষ ২০৯ নম্বর বুথে গিয়ে দেখা গিয়েছে ভোটার অনুপস্থিত থাকায় পুলিং এজেন্ট ঘুমিয়ে সময় পার করছে।

দ্বিতীয় তলায় ৪টি বুথ কক্ষে ১ হাজার ৯২০টি মহিলা ভোটার থাকলেও এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ৪টি ভোট পরেছে।

প্রিজাইডিং অফিসার আরিফুর রহমান জিএসনিউজকে বলেন, মেঘলা আকাশ থাকায় সকাল থেকে ভোটারদের অনুপস্থিতি কম ছিল। আমি মনে করি দুপুরের খাবার শেষে ভোটারদের অনুপস্থিতি বাড়বে।

আপনার মতামত লিখুন :