রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর রাজশাহী সেনানিবাসে পৌঁছানোর কথা রয়েছে। এদিকে, রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার থেকে আরএমপির প্রতিটি থানা এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং বিভিন্ন মোড়ে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুলকার নাইন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বেলা ১১টায় রাজশাহী সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করবে। এরপর তিনি সেনানিবাসে আয়োজিত ৭, ৮, ৯ ও ১০ নম্বর কন্টিজেনের বীরদের কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করবেন।
এরপর তিনি তাদের পতাকা ও সনদ প্রদান করবেন। দুপুরে তিনি প্রীতিভোজে অংশ নেবেন। বিকাল ৩টায় সিটি মেয়র, স্থানীয় এমপি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। বিকেল সাড়ে ৩টায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
এর আগে গত বছরে ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী নগর ও জেলায় ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। নতুন সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী সফর।