প্রাণহীন পঞ্চম উপজেলা নির্বাচন

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২৮ এএম, ০৩ মার্চ ২০১৯

স্টাফ রির্পোটারঃ>>>>

সবদলের অংশ গ্রহণ না থাকায় জৌলুস হারাতে বসেছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। বিশ্লেষকরা বলছেন, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হওয়ায় দলীয় কোন্দল বাড়বে। আর নির্বাচন একপেশে হতে যাচ্ছে বলে গতবারের চেয়ে সহিংসতা ও প্রাণহানির ঘটনা কম হবে বলে মত তাদের।

প্রথম দফার ভোট শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় থেকে পঞ্চম দফায় কেন্দ্র দখল, বোমা হামলা, জাল ভোট, কারচুপি, ব্যালট বাক্স ছিনতাই ও ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে শেষ হয় চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন। এতে ২৫ জনের প্রাণহানির ঘটনা ঘটে।  আহত হয় পাঁচ শ’র বেশি।

তবে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সহিসংসতা ও প্রাণহানির সুযোগ নেই বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ। বিশ্লেষকরা বলছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন না হওয়ায় সহিংসতার প্রশ্নই আসছে না। তবে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় দলীয় কোন্দল বাড়বে বলেও মনে করেন তারা।

পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম দফা ভোটের বাকি আরো এক সপ্তাহ। এরই মধ্যে বুধবার রাতে নির্বাচনি প্রচারণা চলার সময় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত এবং বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন মারা গেছেন। আহত হয়েছেন পাঁচজন।

আর, বৃহস্পতিবার তৃতীয় দফা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রংপুর সদরে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাছিমা জামান ববি।

আপনার মতামত লিখুন :