ছাত্রলীগ একটা গুজবের সংগঠনঃ ডাকসু ভিপি

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৪৯ পিএম, ১২ মার্চ ২০১৯

জিএসনিউজ ডেস্কঃ>>>

ছাত্রলীগ একটা গুজবের সংগঠন। তারা সব সময় শুধু গুজব ছড়ায় বলে মন্তব্য করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। আজ ১২ মার্চ মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে বক্তব্য দিতে গিয়ে সাংবাদিকদের সাথে এমন মন্তব্য করেন ভিপি নুরুল হক নুর।

এ সময় নুর বলেন, ‘ডাকসু নির্বাচনের সময় যারা সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীদের ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। ছাত্রলীগ একটা গুজবের সংগঠন। তারা সব সময় শুধু গুজব ছড়ায়।’ এ সময় তিনি ঢাবি প্রশাসনকে ছাত্রলীগের অপকর্মের সহযোগী বলেও মন্তব্য করেন।

এ সময় পুনঃনির্বাচন চান কি না -এমন প্রশ্নের জবাবে নুর বলেন, ‘ডাকসুর ভিপি এবং সমাজসেবা সম্পাদক পদ ছাড়া বাকি সব পদে পুনরায় নির্বাচন চাই। আমি ডাকসুর ভিপি এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে কীভাবে সেই নির্বাচন করা যায় তা নির্ধারণে সবাইকে নিয়ে একসাথে কাজ করবো।’

এর আগে গতকালের ডাকসু নির্বাচনে নুরুল হক নুর ছাত্রলীগের শোভনকে দুই হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে ভিপি নির্বাচিত হন।

আপনার মতামত লিখুন :