মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই-প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :>>> মঙ্গল শোভাযাত্রার বাঙালী সংস্কৃতির অংশ, এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে বিভ্রান্ত্রি না ছড়ানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে নরসিংদী জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে পয়লা বৈশাখে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। এবার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এই শোভাযাত্রা বের করার নির্দেশনা দেয়া হয়েছে। ধর্মভিত্তিক দলগুলো সরকারি এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। গতকাল গণভবনে কওমি স্বীকৃতির অনুষ্ঠানেও আলেমরা শেখ হাসিনার কাছে মঙ্গল শোভাযাত্রার বাধ্যবাধকতা তুলে নেয়ার দাবি জানান। তবে প্রধানমন্ত্রী এই দাবির পরিপ্রেক্ষিতে কোনো কথা বলেননি।
আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘মঙ্গল শোভাযাত্রার সঙ্গে যারা ধর্মের সম্পর্ক খুঁজেন তারা এটা বুঝে করছেন কি না তা আমি জানি না। এখানে ধর্মের কী আছে!’ এ ব্যাপারে বিভ্রান্তি না ছড়াতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সেই সাথে ইলিশের বংশ বিস্তারে সহযোগিতা করতে নববর্ষ উদযাপনে ইলিশ না খেতে দেশবাসীকে অনুরোধ করেন শেখ হাসিনা। এবছরও নববর্ষে গণভবনে নিজের খাদ্য তালিকায় জাতীয় মাছটি রাখেননি বলেও জানান প্রধানমন্ত্রী।



