আসছে রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০২ পিএম, ৩০ এপ্রিল ২০১৭

ঢাকা:>>>>

আসছে রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ । অসচ্ছল মেধাবি ছাত্র-ছাত্রীদের মাঝে শাহজালাল ইসলামি ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন ।

মন্ত্রী বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ে রোববার ব্যবসায়ীদের সাথে বৈঠক হবে। তোফায়েল বলেন, নিত্যপণ্যের যে চাহিদা রয়েছে, আমদানি তার চেয়ে বেশি। তাই দাম বাড়ার কোন কারণ নেই । তবে কারসাজি করে কেউ দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী ।

তোফায়েল আহমেদ বলেন, হাওরাঞ্চলে আগাম বন্যার কারণে চালের বাজারে কিছুটা দাম বেড়েছে । যা যৌক্তিক নয় বলে মনে করেন তিনি । তিনি জানান, বন্যার কারণে অনেক ব্যবসায়ি চাল মজুদ করে রাখতে পারে।

আপনার মতামত লিখুন :