ডোবায় ভেসে উঠলো দুই যমজ সহ তিন শিশুর লাশ! এলাকায় ব্যপক চাঞ্চল্য, কাটছেনা রহস্য!

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০১ পিএম, ১৮ মে ২০১৭

জিএস নিউজ ডেস্ক:>>>>

বাড়ির পাশে ডোবায় থেকে  একই পরিবারের  তিন শিশুর লাশ উদ্ধার হয়েছে। তিন শিশুর লাশ উদ্ধারের পর পুরো এলাকাজুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।  অনেকেই এই ঘটনাকে নিছক পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বললেও বেশিরভাগ মানুষ এই ঘটনার পেছনে অন্য কোন রহস্য থাকতে বলে আশংকা প্রকাশ করছেন।

গতকাল বুধবার বিকাল ৩ টায় বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের শ্রীপুর ভাঁ ফকিরের মাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এলাকার  মুছা বাপের বাড়ী প্রকাশ আলী মেম্বার বাড়ীর  মরহুম ইসমাইলের ছেলে প্রবাসী মো. হারুনের  জমজ শিশু সানাম (৩) , সেহের (৩) ও হারুনের ভাই দিনমজুর ফারুখের শিশু আনজু (৩) এর রহস্যজনক মৃত্যু হয়েছে । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

এ ঘটনা রহস্যজনক জানিয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী  বলেন, দুপুরে ভাত খাওয়ার পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন পরিবারের সদস্যরা  । এক পর্যায়ে বাড়ীর সামনে তাদের ঘর থেকে একশ ফুট দুরে ডোবার  মধ্যে শিশুদের লাশ ভাসতে দেখতে পাওয়া   ।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোহাম্মদ বাবর জানান শিশু তিনটিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ।

আপনার মতামত লিখুন :