খালেদার গুলশানের কার্যালয়ে পুলিশের তল্লাশি !

নিজস্ব প্রতিবেদক:>>>>
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ অবস্থান নিয়ে তল্লাশি চালাচ্ছে। শনিবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত তল্লাশি চালায় পুলিশের একট দল। এদিকে সাড়ে ৯টার দিকে চেয়ারপারসনের নিরাপত্তা কর্মকর্তাকে নিয়ে তিনি কার্যালয়ে প্রবেশ করেন।
বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, সকাল থেকে ওই কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ অবস্থান নেয়। এরপর সকাল সাড়ে ৭টার দিকে তারা কার্যালয়ে প্রবেশ করে তল্লাশি শুরু করে।
তিনি বলেন, কেন পুলিশ এসেছে, সে বিষয়ে কিছু পুলিশের পক্ষ থেকে তাদের জানানো হয়নি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আদালতের নির্দেশনা পেয়ে বিএনপির কার্যালয়ে রাষ্ট্রবিরোধী কিছু আছে কি না তার খোঁজে তল্লাশি চালানো হয়।