আমেজহীন চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে

চলতি পঞ্চম উপজেলা পরিষদের চতুর্থ ধাপে পাঁচ বিভাগের ২২ জেলার ১০৭টি উপজেলায় ভোট গ্রহণ আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। এর মধ্যে ছয়টি জেলার সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
১০৭ উপজেলার মধ্যে ৬টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। যেসব উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে সেগুলো হলো- কক্সবাজার সদর, পটুয়াখালী সদর, ময়মনসিংহ সদর, বাগেরহাট সদর, মুন্সিগঞ্জ সদর ও ফেনী সদরে।
এরমধ্যে ৪৮ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এসব উপজেলায় নিয়োগ করা হয়েছে র্যাব, বিজিবির অতিরিক্ত ফোর্স। কড়া নজরদারি করার জন্য এসব উপজেলায় ১১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে ৪৮ প্লাটুন রিজার্ভ থাকবে। আর পাঁচটি উপজেলায় র্যাবের অতিরিক্ত টিম মোতায়েন রয়েছে।
জানা যায়, এ ধাপে চেয়ারম্যান পদে ৩৯ জন, ভাইস-চেয়ারম্যান পদে ২২ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হচ্ছে না ১৫ উপজেলায়। এ ধাপের মধ্য দিয়ে আপাতত চার ধাপের ভোটগ্রহণ শেষ হচ্ছে। পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন রোজার ঈদের পর অনুষ্ঠিত হবে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ছাড়া আদালতের আদেশ প্রতিপালনের জন্য চারটি ও অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগে দুটি উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আর তৃতীয় ধাপ থেকে স্থানান্তর করা ছয়টি উপজেলা এ ধাপে যোগ হয়েছে। সব মিলিয়ে ভোট হতে যাচ্ছে ১০৭ উপজেলায়। এসব উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে ২৪টিতে একক প্রার্থী থাকায় ভোট হচ্ছে না।
জিএসনিউজ/এমএইচএম/এমএআই