কাজে অবহেলাকারী চিকিৎসকদের চাকরি ছাড়ার পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪২ পিএম, ১৪ এপ্রিল ২০১৯
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

সরকারি সুযোগ সুবিধা নিয়ে, সরকারের নাম ব্যবহার করে কনসালট্যান্ট, প্রফেসর পদ-পদবি নিয়ে কাজে অবহেলাকারী চিকিৎসকদের চাকরি ছেড়ে দেয়ার পরামর্শ দিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় পরিচ্ছন্ন থাকলেও জেলার সরকারি হাসপাতাল কেন অপরিচ্ছন্ন থাকে তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল পরিদর্শনে এসে ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার তো চিকিৎসা খাতে সর্বোচ্চ ব্যয় করছে। চিকিৎসকদের কোয়ার্টার দিয়েছে, উচ্চ হারে বেতন-ভাতা দিচ্ছে, সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। এরপরও চিকিৎসায় এত অবহেলা কেন?

“যারা এত সুযোগ সুবিধা পেয়েও কাজে অবহেলা করেন, তারা চাইলে চাকরি ছেড়ে চলে যেতে পারেন। সরকারের চাকরি করে, সুযোগ সুবিধা নিয়ে, সরকারের নাম ব্যবহার করে কনসালট্যান্ট, প্রফেসর পদ পদবি নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করবেন তা মেনে নেয়া যায় না,” যোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি হাসপাতালগুলোতে গরিব মানুষরা চিকিৎসা সেবা নিতে আসেন। তাদের চিকিৎসায় অবহেলা সহ্য করা হবে না। দালালদের বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাবেল, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথিন্দ্র চন্দ্র দেব ও মুক্তিযোদ্ধা হায়দার আলী।

পরে প্রতিমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলেন।

জিএসনিউজ/এমএইচএম/এমএআই

আপনার মতামত লিখুন :