সীমান্তে হত্যার দায় নেবে না সরকার: খাদ্যমন্ত্রী

গরু আনার জন্য ভারতে অনুপ্রবেশ করে কেউ গুলি খেয়ে নিহত হলে সরকার কোনো দায় নেবে না বলে শনিবার জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার।
শনিবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা পোরশা সীমান্তে গত বৃহস্পতিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নিহত হন।এর মধ্যে দুজনের লাশ নিয়ে গেছে বিএসএফ।
এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে আমাদের চরিত্র ভালো না হলে পরের দোষ দিয়ে লাভ নেই। আমরা গরুর বিট (করিডর) খুলতে দেব না। এ জন্য আমাদের উপজেলা ও জেলা আইনশৃঙ্খলা কমিটি এবং বিজিবি প্রস্তাব নিয়েছে। এরপরও কেউ যদি জোর করে কাঁটাতারের বেড়া কেটে গরু আনতে গিয়ে গুলি খেয়ে মারা যায় তার দায়-দায়িত্ব বাংলাদেশ সরকার নেবে না।’
তবে ওই দিন নিহত বাংলাদেশিদের মরদেহ ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী।
উল্লেখ, বৃহস্পতিবার ভোরে পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্তে ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় ভারতের ক্যাদারিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে তিন বাংলাদেশি নিহত হন। তারা হলেন- বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে সঞ্জিত কুমার, দীঘিপাড়া গ্রামের খোদাবক্সের ছেলে মফিজুল ইসলাম এবং কাঁটাপুকুরের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল হোসেন।
জিএসনিউজ/এমএইচএম/এমএআই