শিল্পখাতে কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঘোষনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০১ পিএম, ১২ এপ্রিল ২০২০

শিল্পখাতে প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর এবার কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঘোষনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষিতে দেয়া এই প্রণোদনা প্যাকেজের আওতাভূক্ত থাকবে গ্রাম এলাকার ক্ষুদ্র চাষীরা।

রবিবার (১২ এপ্রিল) সকালে খুলনা ও বরিশাল বিভাগের সক্জেল জেলার গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স চলাকালীন সময়ে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি।

কনফারেন্সে শেখ হাসিনা বলেন, কৃষি খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল তৈরি করবে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে কৃষিখাতে ‍যুক্তদের অল্প সুদে ঋণ দেওয়া হবে। ঋণে সুদের হার হবে সর্বোচ্চ ৫ শতাংশ। এ তহবিল থেকে গ্রাম এলাকার ক্ষুদ্র ও মাঝারি চাষিরা আর্থিক সহায়তা পাবেন।

প্রাণঘাতী করোনাভাইরাস এড়াতে সবাইকে জনসমাগমে না যেতে এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী করোনায় মারা যাওয়া ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মতামত লিখুন :