করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর কাছে যা চাইলেন এমপি মাশরাফি

স্টাফ রিপোর্টারস্টাফ রিপোর্টার
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৪৭ পিএম, ১২ এপ্রিল ২০২০

করোনাভাইরাস মোকাবেলায় জেলার হাসপাতালে একটি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজা।
রবিবার, বরিশাল ও খুলনা বিভাগের জেলা প্রশাসনের সঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি ও করণীয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে এ দাবি জানান মাশরাফী।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে মাশরাফী বলেন, নড়াইল সদর হাসপাতালকে উন্নত হাসপাতালে রূপান্তর করার বিষয়ে আপনার নির্দেশনার চিঠি এরই মধ্যে এসেছে। হাসপাতালের ২৫০ শয্যার কাজ চলছে। করোনার এ সংকটে জেলা পর্যায়ে কোনো আইসিইউ করার পরিকল্পনা থাকে, তাহলে আমাদের এখানে একটি আইসিইউ হলে করোনাভাইরাস প্রতিরোধের এ কার্যক্রম আরও সফলভাবে প্রতিহত করতে পারবো।

মাশরাফী আরও বলেন, ‘ত্রাণ বিতরণ থেকে শুরু করে সব কাজ করছেন তারা। নড়াইলের পুলিশ সুপার অক্লান্ত পরিশ্রম করছেন। পুরো দেশেই পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি।’

এ সময় তিনি ট্রাকে করে টিসিবির ১০ টাকা কেজি দরে চালের পরিমাণ আরও বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, ‘জনসংখ্যার বিচার করে নড়াইলের জন্য টিসিবির চাল আরও একটু বেশি এলে উপকৃত হবো।’

এর আগে নড়াইল জেলার জেলা প্রশাসক জানান, নড়াইল জেলায় করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। শুরু থেকেই জনসচেতনামূলক কর্মকাণ্ড, বিদেশ ফেরতদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে। কমিটি গঠন করা হয়েছে যাতে মানুষ সচেতন হয়। বাজারগুলোকে বড় বড় মাঠে সামাজিক দূরত্ব মেনে করে দেওয়া হয়েছে।

ত্রাণে কোনো অনিয়ম হতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘৬০ হাজার পরিবারকে ত্রাণ দিয়েছি। স্থানীয়ভাবে ২০ হাজার পরিবারকে ব্যক্তিগত উদ্যোগে সহায়তা করেছে। আরও অন্যান্য মাধ্যমে জনগণ উপকার ভোগী হচ্ছে। কৃষি উৎপাদন স্বাভাবিক রেখেছি।’

জিএসনিউজ/এমএইচএম/এএএন

আপনার মতামত লিখুন :