যাত্রীবাহী পরিবহণ নিষিদ্ধ থাকলেও পণ্যবাহী যানবাহনে চলাচল করছেন অনেকেই

যাত্রীবাহী পরিবহণ নিষিদ্ধ থাকলেও পণ্যবাহী যানবাহনে চলাচল করছেন অনেকেই। পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহণ নিষিদ্ধ করতে যথাযথ ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ। নির্দেশ অমান্য করলে কারাদণ্ডসহ গুনতে হবে আর্থিক জরিমানা। এদিকে, পণ্যবাহী যানবাহণে যাত্রী পরিবহণ না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান সমিতি।
করোনা সংক্রমণ মোকাবিলায় ২৯শে মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। যাত্রীবাহী যান চলাচল বন্ধ রেখে দুই দফা ছুটি বর্ধিত করে ২৫শে এপ্রিল পর্যন্ত করা হয়। কিন্তু এরই মাঝে পোশাক কারখানা খুলে দেয়ায়, পণ্যবাহী যানবাহণে ঢাকায় ফিরেন অনেকে।
এমন পরিস্থিতিতে ১১ই এপ্রিল গণপরিবহণসহ পণ্যবাহী যান-বাহনে যাত্রী পরিবহণ বন্ধে জেলা প্রশাসন ও পুলিশকে যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায় বিআরটিএ। সড়ক পরিবহণ আইন-২০১৮ অনুযায়ী আইন না মানলে অপরাধীকে একমাসের কারাদণ্ড অথবা অনধিক দশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।
এতকিছুর পরও পণ্যবাহী যানবাহনে যাত্রী চলাচল অব্যাহত রয়েছে।
পণ্যবাহী যানে যাত্রী পরিবহণ না করতে চালকদের নির্দেশনা দেয়া হয়েছে বলে ডিবিসি নিউজকে জানিয়েছে, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি। পণ্যবাহী যানবাহনের প্রায় নব্বই ভাগ শ্রমিকই এখন বেকার জানিয়ে সরকারের কাছে সহায়তার দাবি জানান তিনি।
জিএসনিউজ/এমএইচএম/এএএন