সাধারণ ছুটি বাড়ছে ১৬ মে পর্যন্ত

স্টাফ রিপোর্টারস্টাফ রিপোর্টার
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৫৯ পিএম, ০২ মে ২০২০

করোনার সংক্রমণ রোধে সাধারণ ছুটি বাড়ছে আরো ১১ দিন। অর্থাৎ আগামী ১৬ মে পর্যন্ত চলমান ছুটির মেয়াদ বাড়ছে। এ নিয়ে ষষ্ঠ দফায় বাড়ছে সাধারণ ছুটি।

শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আগের ঘোষণা অনুযায়ী ছুটি শেষ হচ্ছে মঙ্গলবার (৫ মে)।

ফরহাদ হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটির প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী ১৫ মে পর্যন্ত ছুটি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে পরদিন শনিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে সোমবারের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এ নিয়ে টানা ৫২ দিনের ছুটি পার করবে দেশ। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস আদালত বন্ধ ঘোষণা করে। সেই সঙ্গে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়। পাশাপাশি সবাইকে যার যার বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়।

এরপর সেই ‘ছুটির’ মেয়াদ কয়েক দফায় বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়। গত ১০ এপ্রিলের আদেশে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়।

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ১৭ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছে। ১ এপ্রিল থেকে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত হয়ে গেছে করোনাভাইরাস মহামারীর কারণে।

 

জিএসনিউজ/এমএইচএম/এএএন

আপনার মতামত লিখুন :