নাইকো মামলায় বাংলাদেশের জয়, পাবে ক্ষতিপূরণ

স্টাফ রিপোর্টারস্টাফ রিপোর্টার
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫৭ পিএম, ০৩ মে ২০২০

সুনামগঞ্জের ছাতক গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত সালিশি আদালত (ইকসিড)। ইকসিডের রায়ে নাইকোকে অভিযুক্ত করা হয়েছে এবং বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

২০০৫ সালের ৭ জানুয়ারি সুনামগঞ্জের ছাতক গ্যাসক্ষেত্রে নাইকো রিসোর্স (নাইকো) কর্তৃক খনন কার্যক্রম পরিচালনার সময় বিস্ফোরণের ওই ঘটনা ঘটে।

রোববার (৩ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ বিপু অনলাইনে এক সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন। তবে গত ২৮ ফেব্রুয়ারি এ রায় দেয় হয় বলে জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, রায়ে যেসব কথা বলা হয়েছে তাতে দেখা বাংলাদেশকে জ্বালানি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে নাইকো। তবে ক্ষতিপূরণের পরিমাণ কত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। জ্বালানি খাত ছাড়াও স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতিপূরণ দিতে হবে নাইকোকে। এই ক্ষতির পরিমাণ নিরুপণ করবে বাংলাদেশ সরকার।

নাইকোর সাথে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান বাপেক্স এর যৌথ যাত্রা শুরু হয় ২০০৩ সালে। ওই বছর নাইকো-বাপেক্স যৌথ উদ্যোগে একটি চুক্তির মাধ্যমে ছাতক গ্যাসক্ষেত্রটি উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত হয় নাইকো।

কিন্তু নাইকো সেখানে কাজ শুরু করলে মারাত্মক বিস্ফোরণ ঘটে। গ্যাসক্ষেত্র ও তার সন্নিহিত এলাকায় পরিবেশ ও জনজীবনের ব্যাপক ক্ষতি করে।

 

জিএসনিউজ/এমএইচএম/এএএন

আপনার মতামত লিখুন :