মৃত্যু বেড়ে ১৮৩, মোট শনাক্ত ১০৯২

বাংলাদেশে নতুন করে করোনায় মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮৩ জনে। করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে মঙ্গলবার (০৫ মে) এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। এরইমধ্যে ঈদ উপলক্ষে দেশের শপিংমল আংশিকভাবে খোলার অনুমতি দেয় সরকার। তবে তার সঙ্গে জুড়ে দেয় কিছু শর্ত। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনাও চলছে। এতে করে করোনার সংক্রমণ বাড়তে পারে বলেও মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
এদিকে বিশ্বব্যাপী করোনায় শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩৬ লাখ ছাড়িয়েছে। এছাড়া এতে মারা গেছেন আড়াই লাখেরও বেশি মানুষ।
তবে আশার কথা হচ্ছে, ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর ১২ লক্ষাধিক মানুষ সুস্থ হয়েছেন।
সবচেয়ে বেশি সংক্রমিত যুক্তরাষ্ট্রে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১২ লক্ষাধিক মানুষের শরীরে। এছাড়া সেখানে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রায় ৭০ হাজার মানুষ মারা গেছেন।
পার্শ্ববর্তী দেশ ভারতে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে ৪৬ হাজারেরও বেশি মানুষের শরীরে। এছাড়া সেখানে করোনার সংক্রমণে মারা গেছেন দেড় সহস্রাধিক মানুষ।
গত ২৪ ঘণ্টায় | মোট | |
শনাক্ত | ৭৮৬ | ১০৯২৯ |
মৃত্যু | ০১ | ১৮৩ |
সুস্থ | ১৯৩ | ১৪০৩ |
পরীক্ষা | ৫৭১১ | ৯৩৪০৩ |
জিএসনিউজ/এমএইচএম/এএএন