শনিবার থেকে ২৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

নিত্যপণ্যের মজুদ রয়েছে ৪ মাসের।
শনিবার (০৯ মে) থেকে টিসিবি সারাদেশে ২৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার, সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ক্রেতা সাধারণরা যাতে করে সারাবছর সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজণীয় পণ্য কিনতে করতে পারেন, সেজন্য নিত্যপণ্যের চাহিদার নিরিখে আগামী এক বছরের অগ্রিম আমদানি কার্যক্রম গ্রহণ করতে সংশ্লিষ্ট আমদানিকারকদের চিঠি দেয়া হয়েছে। এছাড়া আমাদের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। আমাদের এ বছর যে পরিমাণ ছোলা মজুদ আছে, তা দিয়ে আগামী রোজা পর্যন্ত চলে যাবে। করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশ যেন ক্রয় আদেশ বাতিল না করে, সে উদ্যোগ সরকার নিয়েছে বলে জানান টিপু মুনশি।
তিনি আরও বলেন, তৈরি পোশাক কারখানা শ্রমিকদের ক্ষেত্রে যারা কাজে যোগ দিয়েছেন, তাদের মজুরি-বেতন শতভাগ এবং যারা পারেননি, তাদের ৬৫ শতাংশ মজুরি-বেতন পরিশোধ করতে হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিপণী বিতান খোলা বা বন্ধে সরকারের বাধ্য বাধকতা নেই, এটি নির্ভর করছে দোকান মালিকদের ওপর।
জিএসনিউজ/এমএইচএম/এএএন