ভাগ্য খুলল ঝর্ণা রানী ছেলেরে

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪৬ পিএম, ৩০ জুলাই ২০১৭

স্টাফ রিপোটার:>>>>>> 

২০১৬ সালে ঈদুল ফিতরের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত ঝর্ণা রাণী ভৌমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেসরকারি এনআরবি গ্লোবাল ব্যাংকের সহকারী অফিসার পদে ঝর্ণার ছেলে বাসু দেবকে চাকরি দিয়েছেন তিনি।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে বাসু দেবের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও এনআরবি গ্লোবাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিয়োগপত্র হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে যান বাসু দেব। প্রধানমন্ত্রীকে প্রণাম করেন। বাসু দেব তার মায়ের মৃত্যুবার্ষিকীতে জানিয়েছিলেন, তিনি চাকরি করবেন, এটা ছিল ঝর্ণা রাণীর স্বপ্ন। কিশোরগঞ্জ প্রশাসনের সুপারিশ ও প্রধানমন্ত্রীর বদান্যতায় সেই স্বপ্ন পূরণ হয়েছে তার।

ঈদের দিন সকালে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার অদূরে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে মুসল্লিবেশে সন্ত্রাসী হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গুলিবিনিময় হয়। পুলিশ-দুর্বৃত্তদের সঙ্গে সংঘর্ষকালে ঘটনাস্থলের পাশের একটি বাড়িতে ঝর্ণা রানী ভৌমিক (৪৫) নামে এক গৃহবধূ রান্না করছিলেন। এমন সময় চারদিকে গোলাগুলির শব্দের একপর্যায়ে তিনি রান্নাঘর থেকে বের হয়ে শোয়ার ঘরে যাওয়া মাত্রই জানালা দিয়ে একটা গুলি এসে ঠিক মাথায় লাগে তার। এতে ঘরের ভেতরেই লুটিয়ে পড়েন তিনি।

গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিকসহ চারজন নিহত হন। এদের মধ্যে দুজন পুলিশ ও একজন বোমা হামলাকারী ছিলেন। পুলিশ কনস্টেবল জহুরুল হক (৩০) ও আনছারুল (৩৫) এবং বোমা হামলাকারী আবীর রহমান (২২)। এছাড়া আরও ৮ পুলিশ ও তিন পথচারী আহত হন।

ঝর্ণার স্বামী গৌরাঙ্গ ভৌমিক শহরের একটি বিড়ি ফ্যাক্টরিতে অল্প বেতনে চাকরি করেন। তার ছোট ছেলে ময়মনসিংহের মুকুল নিকেতনের আবাসিক ছাত্র। তার জন্য প্রতি মাসে সাড়ে ৭ হাজার টাকা পাঠাতে হয় গৌরাঙ্গ ভৌমিককে।

ওই ঘটনার পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারটিকে দুই লাখ টাকা অনুদান দেয়া হয়েছিল। আর এক বছর পূর্তিতে গৌরাঙ্গ গণমাধ্যমকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ লাভের আশার কথা জানিয়েছিলেন।

ঝর্ণা রাণীর নামটি যেন মুছে না যায়, সেজন্যও স্থানীয় প্রশাসন একটি উদ্যোগ নিয়েছে। তার বাড়ির পাশের সড়কটির নামকরণ করা হয়েছে এই নারীর নামে।

আপনার মতামত লিখুন :