এয়ার ইন্ডিয়ার অফিস থেকেই বিমানবন্দরে আগুনের সূত্রপাত (ভিডিও)
স্টাফ রিপোর্টার.>>>
এয়ার ইন্ডিয়ার অফিস থেকেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে কয়েক ঘন্টার পরিদর্শন শেষে এ কথা জানায় দুটি তদন্ত কমিটি।
তবে তারা জানান, তদন্ত শেষ হওয়ার আগে মূল কারণ সম্পর্কে কিছু বলা যাবে না। বিমানবন্দরে বেশ কিছু ঝূঁকিপূর্ণ বৈদ্যুতিক তার চিহ্নিত করেছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। দুপুর ১২টার কিছু আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন শুরু করে দুই তদন্ত কমিটি। এ কমিটি গঠন করে ফায়ার সার্ভিস ও সিভিল।



