বিচার বিভাগকে গিলে খাচ্ছে সরকার : মান্না

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৪ এএম, ২৫ আগস্ট ২০১৭

স্টাফ রির্পোটার:>>>> নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন,বর্তমান স্বেচ্ছাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করার মতো কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে দেশে নেই।

তিনি আরও বলেন বিচার বিভাগকে সরকার গিলে খাচ্ছে। তাই গুম-খুনের বিচার পাওয়া যাচ্ছে না।

 

‘দেশে অব্যাহত গুম-অপহরণ : কোন পথে বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় মানবাধিকার আন্দোলন।

শুক্রবার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানান, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি তাকে গ্রেফতারের পর ২১ ঘণ্টা কেউ কোনো খোঁজ পাচ্ছিল না। পুলিশও তার স্ত্রীর জিডি নিচ্ছিল না। অবশ্য মিডিয়ার কারণে পুলিশ জিডি নিতে বাধ্য হয়।

তিনি বলেন, আদালতে আমার স্ত্রী রিট করেন। আদালত ২৪ ঘণ্টার মধ্যে আমাকে খুঁজে বের করার নির্দেশ দেয়ার পর পুলিশ আমাকে বলে, আপনার সঙ্গে একটু ভুল বুঝাবুঝি হয়েছিল। আপনাকে এখনই ছেড়ে দিতে পারতাম। কিন্তু আপনার স্ত্রী যেহেতু আদালতে রিট করেছেন তাই আপনাকে আদালতের মাধ্যমে ছাড়তে হবে।

আপনার মতামত লিখুন :