আইনি দিক খতিয়ে দেখার নির্দেশ ইসির

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২২ এএম, ২৮ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার:>>>

সাংস্কৃতিক মুক্তিজোট জাতীয় পরিষদ গঠনের যে প্রস্তাব দিয়েছে, তার আইনি দিকগুলো খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, জাতীয় পরিষদ গঠনের প্রস্তাব নিয়ে রবিবার কমিশনের সভায় প্রাথমিক আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছে। এটি কীভাবে করা যায় বা আইনে জাতীয় পরিষদ করার সুযোগ আছে কিনা-তার আইনগত দিক খতিয়ে দেখতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের প্রথম দিনে আমন্ত্রিত বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটে (মুক্তিজোট) নির্বাচনী বিধি-বিধান সংস্কারে জাতীয় পরিষদ গঠনের প্রস্তাব রেখেছিল। দলটির প্রস্তাব ছিল-নির্বাচন কমিশনে নিবন্ধিত সব দলের প্রধানরা হবেন এই জাতীয় পরিষদের সদস্য। পরিষদের আহ্বায়ক হবেন পদাধিকার বলে প্রধান নির্বাচন কমিশনার এবং পরিষদের প্রধান হবেন রাষ্ট্রপতি।

এদিকে, নির্বাচন কমিশন (ইসি) আজ সোমবার আরো দুই রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে। বেলা ১১টায় বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও বিকাল ৩টায় খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করবে ইসি। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ভারপ্রাপ্ত সচিব উপস্থিত থাকবেন।

সোমবারের পর একদিন বিরতি দিয়ে ৩০ আগস্ট বেলা ১১টায় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এবং বিকাল ৩টায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপার) সঙ্গেও বসবে ইসি।

এ ছাড়া আগামী ১০ সেপ্টেম্বর বেলা ১১টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সংলাপ হবে। ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় বাংলাদেশ খেলাফত মজলিস ও বিকাল ৩টায় ইসলামী ঐক্যজোট এবং ১৪ সেপ্টেম্বর বেলা ১১টায় কল্যাণ পার্টি ও বিকাল ৩টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেশ কয়েকটি বিষয় নিয়ে বৈঠক করে মতামত নিচ্ছে ইসি। এগুলোর মধ্যে রয়েছে-গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ যুগোপযোগী করা, নির্বাচনে অবৈধ টাকা ও পেশীশক্তির প্রভাব কমানোর কৌশল, সংসদীয় এলাকা পুনঃনির্ধারণসহ প্রয়োজনীয় আইন সংস্কার, নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত, ভোটকেন্দ্র স্থাপন, নতুন দলের নিবন্ধন, নিবন্ধিত দলের নিরীক্ষা ও ইসির সক্ষমতা।

আপনার মতামত লিখুন :