দেশে ফিরেছেন ২৪ হাজার ৩৭৫ হাজী

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৬ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৭

স্টাফ রিপোর্টার:>>>

পবিত্র হজ পালন শেষে সোমবার পর্যন্ত ২৪ হাজার ৩৭৫ জন হাজী দেশে ফিরেছেন।

রোববার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৮টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩৩টিসহ মোট ৬১টি ফ্লাইটে তারা দেশে ফেরেন। গত ৬ সেপ্টেম্বর ফিরতি হজ ফ্লাইট শুরু হয়।
ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

 

চলতি বছর বাংলাদেশ বিমান ও সৌদিয়া যোগে ১ লাখ ২৭ হাজার ২২৯ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) পবিত্র হজ পালনে সৌদি আরব যান।

 

এদিকে পবিত্র হজ পালন করতে গিয়ে সোমবার পর্যন্ত মোট ১০২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮২ জন পুরুষ ও ২০ জন নারী। মক্কায় ৭৭ জন, মদিনায় ৮ জন এবং জেদ্দা ও মিনায় একজন করে মারা গেছেন।

সর্বশেষ সোমবার বগুড়া জেলার মো. আফছার আলী মোল্লা (৬১) পবিত্র মক্কা আল-মুকাররমায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বি জে ০৬৩৬৬৩০।

আপনার মতামত লিখুন :