আ.লীগ রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা দেবে

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৫২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা দিতে মেডিক্যাল টিম পাঠিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানার নেতৃত্বে এই মেডিক্যাল টিম কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের চিকিৎসা সেবা প্রদান করবে।

দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,মেডিক্যাল টিমে ডা. আজিজুর রহমান,ডা. আব্দুস সালাম,ডা. ফুচুনুসহ কক্সবাজার জেলার বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রতিনিধিরা চিকিৎসা সেবা দেবে।

আপনার মতামত লিখুন :