প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা মাশরাফীর

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪৫ পিএম, ০৭ অক্টোবর ২০১৭

নিজস্ব প্রতিবদেক:>>>
অধিনায়ক যাবেন সাউথ আফ্রিকা। প্রধানমন্ত্রী ফিরবেন দেশে। দুজনের দেখা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ভিআইপি লাউঞ্জে। সেই সুযোগে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাতে ভুললেন না মাশরাফী।

 

 এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় এবং ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফেরায় বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেন রাজনৈতিক নেতা, লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে যান শেখ হাসিনা। অধিবেশন শেষে ২২ সেপ্টেম্বর যান ওয়াশিংটন। ২০ দিনের সফর শেষে শনিবার ৯টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট হয়ে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।

বাংলাদেশ ওয়ানডে দলের চার সদস্য মাশরাফী, সাকিব আল হাসান, নাসির হোসেন এবং সাইফউদ্দিন সাউথ আফ্রিকা যাওয়ার বিমানে চড়েন সকাল সাড়ে ১০টায়।

আপনার মতামত লিখুন :