শাহজালালে বিমান চলাচল স্বাভাবিক

ঢাকা প্রতিনিধি:>>>
কুয়াশা কেটে যাওয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার পর বিমান ওঠানামার অনুমতি দেয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এদিন ঘন কুয়াশার কারণে ভোর সোয়া ৪টার পর থেকে একাধিক ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণ করতে পারেনি।
সকাল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ১১টি ফ্লাইট ডিলে হয়েছে।
সিভিল এভিয়েশনের দায়িত্বরত সিকিউরিটি অফিসার, ইন্সপেক্টর (এপিবিএন) জাহিদ আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।