ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত পুলিশ সদস্য

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৪১ পিএম, ০৩ জানুয়ারি ২০১৮
Processed with MOLDIV

শহর প্রতিনিধি:>>>

ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রবাদ চন্দ্র সিংহ (৫৬) নামে ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছে। বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানগন্জ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।এ ঘটনায় হেলপার ও গাড়িটি আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দিন সকালে ট্রাফিক পুলিশের সদস্য প্রবাদ চন্দ্র সিংহ ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এসময় ঢাকা থেকে চট্টগ্রাম মুখি একটি কাভার্ডভ্যান (চট্ট মেট্রো ১১-৫১২২) ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত ট্রাফিক পুলিশের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাগৈর গ্রামে।এ ঘটনায় হেলপার নজরুল ইসলাম ও কার্ভাডভ্যানটি আটক করেছে পুলিশ।

ফেনী ট্রাফিক পুলিশের পরিদর্শক (ওসি) মীর গোলাম ফারুক সড়ক দূর্ঘটনায় ট্রাফিক পুলিশের এক সদস্য নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :