প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জিএস নিউজ অনলাইন:>>>
গত ০৩ জুন, ২০১৭ তারিখে জিএস নিউজ এ ফেনীতে শিক্ষার্থীদের টার্গেট করে নানামুখী প্রতারণায় “টিয়েন্স (তিয়ানশি)” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রতিবাদলিপি পাঠিয়েছে “টিয়েন্স (তিয়ানশি)” ফেনী অফিস কর্তৃপক্ষ।
প্রতিবেদকের বক্তব্য:
বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে জয়েন্ট স্টক কোম্পানী, বাংলাদেশ পরমানু শক্তি কমিশন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এবং টেষ্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর, চট্রগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক বিভাগীয় ট্রেড লাইসেন্স, ফেনী পৌরসভা কর্তৃক ট্রেড লাইসেন্স নিয়ে তিয়ানশি কোম্পানীর পক্ষে ফেনীর এস.এস.কে রোড চক্ষু হাসপাতাল বিল্ডিং ৬ষ্ঠ তলায় আমি অফিস প্রধান সিলভার লায়ন মোঃ আবদুল হান্নান তিয়ানশি বাংলাদেশ কোম্পানী লিঃ এর পক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও সম্পুরক খাদ্য ডিরেক্ট সেলিং এর মাধ্যমে বাজার জাতকরণ করে থাকি।
আমাদের আমদানিকৃত পণ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে পণ্য সমূহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের সেবাদানে বেকার জনগোষ্ঠিকে কাজে লাগানোর উদ্দেশ্যে এই তিয়ানশি বাংলাদেশ কোম্পানী লিঃ কাজ করে থাকে। আমাদের কোম্পানীতে উঠতি বয়সের স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রীদেরকে লেখাপড়া বাদ দিয়ে কাজ করার জন্য উৎসাহিত করেনা।
তবে নি¤œ আয়ের পরিবারের ছেলে মেয়ে ও বেকার যুবকদেরকে পণ্য সমূহ বিপননের মধ্যে দিয়ে স্বাবলম্বী করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। সংবাদ প্রতিনিধিকে ভুল তথ্য দিয়ে একটি কচক্রী মহল আমাদেও সুনাম ক্ষুন্ন করার পায়তারা করেছে কলে আমরা মনে কলি।
নিবেদক- আবদুল হান্নান, সিলভার লায়ন, তিয়ানশি বাংলাদেশ কোম্পানী লিঃ