তত্ত্বাবধায়ক সরকার চাইলে নির্বাচনী হবে না: প্রধানমন্ত্রী

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৮ এএম, ০৬ অক্টোবর ২০১৮

নিজস্ব প্রতিনিধিঃ>>>

নবনির্বাচিত চার সিটি মেয়রকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই নির্বাচনে জনগণের জয় হয়েছে। গণতন্ত্রের জয় হয়েছে। সরকার জয় হয়েছে। সরকার নির্বাচনে কোন হস্তক্ষেপ করেনি, কারণ মানুষ চায় তাকে শান্তিপূর্ণভাবে নির্বাচিত করা হয়েছে। আওয়ামী লীগ বা মহাজোট ক্ষমতায় থাকলে যে স্বাধীন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তা প্রমাণিত হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কারণে বিএনপি সমর্থিত চারজন মেয়র প্রার্থী জয়ী হয়েছেন। গতকাল জাতীয় সংসদে এ কথা বলেন সংসদ নেতা শেখ হাসিনা।

 

 

তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, দেশে আর কোনো অসঙ্গতিশীল সরকার প্রয়োজন নেই। অসাংবিধানিক সরকার আনা চেষ্টা না। কারও ভালো হবে না, নির্বাচন হবে না। আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ ভোট দিলে আমরা আছি, না দিলে না। জনগণের ভোট চুরি করে ক্ষমতায় থাকার কোন নিয়তি নেই। স্পিকার ড। শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হলে পয়েন্ট অব অর্ডারে বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সিটি নির্বাচনের মাধ্যমে মানুষের বিরুদ্ধে সরকার অনাস্থা প্রদান করেছে। এ কারণে সরকার পূর্ণ মেয়াদ পর্যন্ত ক্ষমতায় থাকতে মৈতিক অধিকার হারিয়েছে। আমি অবিলম্বে সরকার পদত্যাগ দাবি করি এবং বাজেট পাস হওয়ার পর এই সংসদ সংবিধান সংশোধন সংশোধন করে নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনর্বহাল করে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করুন।

 

 

ব্যারিস্টার মওদুদদের বক্তব্যে জবাব দেন প্রধানমন্ত্রী, আমরা রাজনীতি করি জনগণের জন্য। সেই মানুষ যদি না চায়, না থাক। জনগণের ভোট চুরি করে ক্ষমতায় আসার মানসিকতা আমাদের নেই। তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে বলা হয়েছে, কোনো ধরনের গন্ডগোল দেখতে চাই না। যা রেজাল্ট আসে তা-ই মেনে নেবে।

আপনার মতামত লিখুন :