খালেদা জিয়ার ফুসফুসের সিটি স্ক্যান

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৯ এএম, ২৫ অক্টোবর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>>>

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফুসফুসের সিটি স্ক্যান করা হয়েছে ।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. আব্দুল জলিল চৌধুরী জানান, বুকে ব্যথা অনুভব করায় বুধবার বেলা আড়ইটার দিকে হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার সিটি স্ক্যান সম্পন্ন হয়।

বুধবার বেলা আড়াইটার দিকে হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার এ পরীক্ষা হয়।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন চিকিৎসক  জানান, খালেদা জিয়ার মূলত বুকের সিটি স্ক্যান করা হয়েছে। এটাকে এইচআর সিটি চেস্ট বলা হয়।

সাধারণত ফুসফুসে পানি জমেছে কিনা, অ্যাজমা বা হাঁপানি জাতীয় সমস্যা আছে কিনা বা বুকে অন্য কোনো সমস্যা হয়েছে কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য এ পরীক্ষা করা হয়ে থাকে। তিনি বুকে ব্যথা অনুভব করায় চিকিৎসকরা তার এইচআর সিটি চেস্ট করার সিদ্ধান্ত নেন।

স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন জানান, এটি বেগম জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে।

এইদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করেন, খালেদা জিয়ার সিটি স্ক্যান করার সময় সেখানকার দায়িত্বরত চিকিৎসক ডা. নজরুল ইসলামকে সরিয়ে দিয়ে পছন্দমতো চিকিৎসক দিয়ে সিটি স্ক্যান করানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করে বলেন বেগম জিয়ার চিকিৎসায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। এমনকি তার কোনো আত্মীয়ের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। এতে তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে বলেও াতান আশঙ্কা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :